খেলাধুলা ডেস্ক : ২৮৭ রানের লক্ষ্য তাড়ায় জিম্বাবুয়ে অলআউট ৫৪ রানে। আর তাতেই রেকর্ড গড়া জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এগিয়ে গেল আফগানিস্তান। হারারেতে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের জয় ২৩২ রানে। নিজেদের ওয়ানডে ইতিহাসে এই প্রথম দুইশ রানের ব্যবধানে জিতল তারা। আগের রেকর্ড ছিল গত সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭৭ রানের জয়।
প্রথম ওয়ানডে সেঞ্চুরি করা সেদিকউল্লাহ ৪ ছক্কা ও ৮ চারে ১২৮ বলে খেলেন ১০৪ রানের ইনিংস। ১০১ বলে ৮৪ রানে থামা মালিক ১ ছক্কার সঙ্গে মারেন ১১ চার। তাদের দুইজনের ১৯১ রানের উদ্বোধনী জুটির সুবাদে ২৮৬ রানের পুঁজি গড়ে আফগানিস্তান।
রান তাড়ায় আফগান বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। চার বোলার ভাগ করে নেন প্রতিপক্ষের সব উইকেট। তিনটি করে শিকার ধরেন এএম গাজানফার ও নাভিদ জাদরান। দুটি প্রাপ্তি ফাজালহাক ফারুকির, একটি আজমাতউল্লাহ ওমারজাইয়ের।
এদিন বোলিংই করতে হয়নি আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রাশিদ খান ও অভিজ্ঞ মোহাম্মদ নাবির। এই ৫৪ রান ওয়ানডেতে ঘরের মাঠে জিম্বাবুয়ের দ্বিতীয় ও সব মিলিয়ে চতুর্থ সর্বনিম্ন। ২০০৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে হারারেতে ৩৫ রানে অলআউট তাদের সর্বনিম্ন।
আফগানিস্তানের বিপক্ষে কোনো দলের এটিই সর্বনিম্ন। এনিয়ে দুইবার ৫৪ রানে জিম্বাবুয়েকে অলআউট করল তারা, প্রথমবার ২০১৭ সালে। এই জয়ে তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আফগানিস্তান। দুই দলের প্রথম ওয়ানডে ভেসে গিয়েছিল বৃষ্টিতে। দুই দলের তৃতীয় ও শেষ ওয়ানডে শনিবার (২১ ডিসেম্বর)।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ৫০ ওভারে ২৮৬/৬ (সেদিকউল্লাহ ১০৪, মালিক ৮৪, ওমারজাই ৫, রেহমাত ১, শাহিদি ২৯*, নাবি ১৮, ইকরাম ৫; এনগারাভা ১০-১-৪৯-১, গুয়ান্ডা ১০-২-৭০-২, নিয়ামহুরি ১০-৫৩-৩, মাপোসা ১.৪-০-১৪-০, বেনেট ১.২-০-৭-০, উইলিয়ামস ৭-১-৩৫-০, রাজা ১০-০-৪২-০)
জিম্বাবুয়ে: ১৭.৫ ওভারে ৫৪ (কারান ০, মারুমানি ৩, মায়ার্স ১, আরভিন ৪, উইলিয়ামস ১৬, রাজা ১৯*, বেনেট ০, নিয়ামহুরি ১, এনগারাভা ৮, গুয়ান্ডা ০, মাপোসা ০; ফারুকি ৬-২-১৫-২, ওমারজাই ৫-০-১৭-১, গাজানফার ৩.৫-২-৯-৩, নাভিদ ৩-১-১৩-৩)
ফল: আফগানিস্তান ২৩২ রান জয়ী
ম্যান অব দা ম্যাচ: সেদিকউল্লাহ আতাল
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে আফগানিস্তান
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।