স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচ খেলতে নামে সফরকারি শ্রীলঙ্কা। আজ অ্যাডিলেইড ওভালে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নারের ব্যাটিং দ্বৈরথে প্রথম উইকেটে ১২২ রানের জুটিতে দারুণ শুরু পায় অস্ট্রেলিয়া।
ব্যাক্তিগত ৩৬ বল থেকে ৬৪ রান করে প্যাভিলিয়নে ফিরে যায় ফিঞ্চ। তবে থেমে থাকেননি ওয়ার্নার। দ্বিতীয় উইকেটে ক্রিজে নামা হার্ড হিটার ব্যাটসম্যান, গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে নতুন করে আবারও ইনিংস শুরু ওয়ার্নার।
দুজন মিলে দ্বিতীয় উইকেটে করেন আরেকটি শত রানের জুটি (১০৭)। সেই সাথে ওয়ার্নার তুলে নেয় আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তার প্রথম সেঞ্চুরি। অপরাজিত ৫৬ বল থেকে ১০০ রান করেন তিনি।
অন্যদিকে, ওয়ার্নারকে সঙ্গ দেওয়া ব্যাটসম্যান, ম্যাক্সওয়েল ২২১.৪৩ স্ট্রাইক রেটে ২৮ বল থেকে ৬২ রান করেন। এতে ২০ ওভার শেষে অজিদের স্কোর গিয়ে দাঁড়ায় ২ উইকেটে ২৩৩ রান।
স্বাগতিকদের দেওয়া ২৩৪ রান তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে যায় শ্রীলঙ্কা। একের পর এক হারাতে থাকে উইকেট। অজি বোলারদের সামনে দাঁড়াতেই যেনো কষ্ট হচ্ছিলো লংকান ব্যাটসম্যানদের।
২০ ওভার শেষে ৯ উইকেটে মাত্র ৯৯ রানে থেমে যায় শ্রীলঙ্কানদের ইনিংস। অস্ট্রেলিয়া জিতে যায় ১৩৪ রানে। যা তাদের টি-২০ ক্রিকেটের ইতিহাসে এটিই সবচেয়ে বড় জয়। শ্রীলঙ্কা দলের হয়ে সর্বোচ্চ রান আসে, দাসুন শানাকার ব্যাট থেকে (১৭)।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ২৩৩/২ (২০ ওভার) ওয়ার্নার ১০০*, ফিঞ্চ ৬৪, ম্যাক্সওয়েল ৬২
শানাকা ১/১০, সান্দাকান ১/৪১
শ্রীলঙ্কা ৯৯/৯ (২০ ওভার) দাসুন শানাকা ১৭, কুশল পেরেরা ১৬
জাম্পা ৩/১৪, স্টার্ক ২/১৮, কামিন্স ২/২৭
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।