স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার এবং সংবাদমাধ্যমে নাগপুরের পিচ নিয়ে অনেক কথা উঠছে। প্রথম টেস্টে ভারত বড় ব্যবধানে জেতার পর অজিদের একহাত নিলেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
পিচ নিয়ে এত কথা হওয়াটা তিনি ভালো চোখে দেখছেন না, তা স্পষ্ট। জাদেজা বলছেন, পিচ নিয়ে একটু বেশিই কথা বলেছেন অস্ট্রেলীয়রা। পিচের মধ্যে আদৌ তেমন কিছু ছিল না।
জাদেজার কটাক্ষ ওরা মনে হয় বিমান থেকেই পিচের ক্ষতস্থান দেখতে পেয়েছিল। স্পিন হওয়ার কথা বলে ওরা যে রকম পরিবেশ তৈরি করেছিল, সেই তুলনায় বল ঘোরেনি। খেয়াল করলে দেখবেন, অনেক বল সোজা গেছে। আমরাও সোজা বলে এলবিডব্লিউ হয়েছি।
ঘরের মাঠে স্পিন সহায়ক পিচ তৈরি করার পেছনে কোনো অপরাধ নেই বলে মনে করেন জাদেজা। তার মতে, বোলিং ভারতের শক্তি। তাই ঘরের মাঠের পরিবেশ তারা কাজে লাগাবেই।
জাদেজা আরও বলেন, ভারতে এ রকম পিচ তো হবেই। দলের শক্তি যা, তার ওপর ভিত্তি করেই পিচ তৈরি করা হয়। আমাদের ফাস্ট বোলাররা ভালো। কিন্তু স্পিনাররা বেশি ম্যাচ জিতিয়েছে ঘরের মাঠে। কেন তা হলে আমরা নিজেদের শক্তি অনুযায়ী খেলব না?
পাল্টা যুক্তি দিয়ে তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে গেলে কখনও বাউন্সের পিচ নিয়ে অভিযোগ জানায় না ভারত। সেখানে গ্রিন টপ বানানো নিয়ম হয়ে দাঁড়িয়েছে। অস্ট্রেলিয়ায় গেলে ওরা পিচের উপর ১৮-২০ মিলিমিটার ঘাস রেখে দেয়। আমরা তো তখন কোনো কথা বলি না। তাই ভারতে এলে ওদেরও পিচ নিয়ে কোনো কথা বলার অধিকার নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।