আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন টিভি তারকা স্টেফানি মাত্তো। অতিরিক্ত বায়ুত্যাগের চেষ্টা করতে গিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে এই তারকাকে। কিছুদিন আগে টিকটক ভিডিওতে মাত্তো এক অদ্ভুত তথ্য জানান। পরে এ নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়।
এই টিভি রিয়েলিটি শো তারকা জানান, বায়ুত্যাগ করে কাচের জারে রাখতেন তিনি। পরে সেগুলো ১ হাজার মার্কিন ডলারে বিক্রি করতেন। এমনকি সেগুলোর চাহিদাও ছিল বেশ ভালো। মাত্তো জানান, সপ্তাহে ৫০ জারও বিক্রি করেছেন তিনি!
তবে এখন তার লাভজনক ব্যবসা বন্ধ হওয়ার পথে। ‘নাইন্টি ডে ফিয়ান্সে’খ্যাত এই তারকা অতিরিক্ত বায়ুত্যাগ করে লাভের আশায় কয়েকদিন প্রচুর ডিম, প্রোটিন শেকসসহ বিভিন্ন খাবার খাচ্ছিলেন। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়।
মাত্তো বলেন, ‘মনে হচ্ছিল, আমার স্ট্রোক হয়েছে। আর আমার শেষ সময় চলে এসেছে। আমি বাড়াবাড়ি করে ফেলেছিলাম। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল এবং যখনই শ্বাস নিতে যাচ্ছিলাম বুকে চিনচিন ব্যথা হচ্ছিল। পরে বন্ধুদের খবর দিলে তারা আমাকে হাসপাতালে নিয়ে আসে।’
তবে চিকিৎসক জানান, স্ট্রোক কিংবা হার্ট অ্যাটাক নয়, গ্যাস্ট্রিকের ব্যথায় ভুগছিলেন মাত্তো। এই তারকা বলেন, ‘আমাকে খাবারের তালিকায় পরিবর্তন আনতে বলা হয়েছে। গ্যাস্ট্রিক কমানোর ওষুধ দেওয়া হয়েছে। অবশ্য সে অনুযায়ী চললে আমার ব্যবসা শেষ হয়ে যাবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।