অদ্ভুত বিড়ম্বনায় হাথুরুসিংহে

অদ্ভুত বিড়ম্বনায় হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আপাতত কোনো খেলা নেই। এ ছাড়া এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে কন্ডিশন ক্যাম্প আগামী ৩১ জুলাই থেকে শুরু হবে। ফাঁকা এই সময়ে সাকিব আল হাসান ও লিটন দাস ব্যস্ত কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে। অন্যদিকে মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ মাতাচ্ছেন জিম আফ্রো টি-১০ টুর্নামেন্টের আসর।

অদ্ভুত বিড়ম্বনায় হাথুরুসিংহে

জাতীয় দলের অন্য ক্রিকেটাররা যখন পরিবারের সঙ্গে অবসর যাপন করছেন, ঠিক তখনই ছুটি কাটাতে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন টাইগার প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তবে সেখানে গিয়েই অদ্ভুত বিড়ম্বনার শিকার হয়েছেন তামিম-সাকিবদের কড়া এই হেডমাস্টার। এক কথায়, অস্ট্রেলিয়ায় তিক্ত অভিজ্ঞতাই পেয়েছেন হাথুরু।

ভার্জিন অস্ট্রেলিয়া এয়ারলাইন্সের ফ্লাইটে উঠতে গিয়ে বিড়ম্বনা শুরু হাথুরুর। উড়াল দেওয়ার মাত্র ঘণ্টা কয়েক আগেই ফ্লাইট বাতিল হয়ে যায়। সাধারণত এসব ক্ষেত্রে বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়, কিন্তু সেদিন কোনোভাবেই বিমানে উঠা হয়নি লঙ্কান এই কোচের।

তবে এর পরদিনই ফ্লাইট পেয়েছেন টাইগার কোচ। তবে এবারও বিড়ম্বনা। যথারীতি দেরিতেই ছেড়েছে ফ্লাইট। শেষমেশ যাত্রা শেষ হলেও নিজের ব্যাগ খুইয়ে বসেন তিনি। এক টুইটে এমনটাই জানিয়েছেন সাবেক লঙ্কান এই ক্রিকেটার।

টুইটারে হাথুরু লিখেছেন, ভার্জিন অস্ট্রেলিয়া এয়ারলাইন্সের হয়ে জঘন্য অভিজ্ঞতা হলো। টেক-অফের একটু আগে ফ্লাইট বাতিল হয়ে গেল। একইদিনে কোনো বিকল্প ফ্লাইটও দেওয়া হলো না। এরপর পরদিন ফ্লাইটে উঠতে পারলাম কিন্তু এবার দেরি হলো। শেষমেশ ব্যাগটাও হারিয়ে ফেলেছি।

এদিকে ছুটি কাটিয়ে দ্রুতই ঢাকায় ফিরবেন লঙ্কান এই কোচ। এরপরই এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াড নিয়ে শুরু হবে কন্ডিশনিং ক্যাম্প।