আন্তর্জাতিক ডেস্ক : নিরাপত্তার ফাঁক গলে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনে ঢুকেছিল একটি মুরগি। তা নিয়ে ব্যাপক হৈচৈ শুরু হয় সেখানে। শেষ পর্যন্ত ওই মুরগি আটক করা হয়েছে।
পেন্টাগনসহ আশপাশের এলাকা নিরাপত্তার চাদড়ে মোড়ানো থাকে।
সেই কড়া নিরাপত্তা বলয় ভেদ করে কাকপক্ষীও পেন্টাগনে প্রবেশ করার সম্ভাবনা নেই। যে নিরাপত্তার বেষ্টনী কোনো মানুষ ভাঙতে পারে না, তা ভেঙেছে একটি মুরগি। সে কারণেই বেশি শোরগোল পড়ে।
জানা গেছে, পেন্টাগন কার্যালয়ের সামনে থেকে মুরগিটি উদ্ধার করা হয়েছে। তারপর ডাকা হয় একটি প্রাণী সংস্থাকে। তাদের হাতে তুলে দেওয়া হয় ‘আসামি’কে। মুরগিটির নামও দিয়েছেন পেন্টাগনের কর্মীরা। ‘হেনি পেনি’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।