স্পোর্টস ডেস্ক: পাল্লেকেলের টেস্টে ম্যাচের চতুর্থ দিনে শ্রীলঙ্কার একটা উইকেটও ফেলতে পারেনি বাংলাদেশ। তবে বল হাতে অন্যরকম সেঞ্চুরি করেছেন দুই টাইগার বোলার।
বল হাতে ‘সেঞ্চুরি’র তালিকায় আছেন দুই স্পিনার। মেহেদি মিরাজ ৫২ ওভার বল করে ১২৩ রান দিয়েছেন। আর তাইজুল ৩৯ ওভারে খরচ করেছেন ১৩৬ রান। উভয়েই নিয়েছেন ১টি করে উইকেট। ২৫ ওভারে ৯১ রান দেওয়া তাসকিনও ‘সেঞ্চুরি’র পথে আছেন। পেসার এবাদত হোসেন ১৭ ওভার বল করে দিয়েছেন ৮২ রান ।
এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসে শ্রীলঙ্কান দুই বোলারও ‘সেঞ্চুরি’ করেছিলেন। ধনাঞ্জয়া ডি সিলভা ৩০ ওভারে দিয়েছেন ১৩০ আর হাসরাঙ্গা দিয়েছেন ৩৬ ওভারে ১১১ রান। ৩৫ ওভারে ৯৬ রান দিয়ে অল্পের জন্য ‘সেঞ্চুরি’ মিস করেছেন বিশ্ব ফার্নান্দো। বল হাতে তিন অংকের কাছাকাছি ছিলেন আরও দুই জন- লাহিরু কুমারা ২৮ ওভারে ৮৮ আর সুরঙ্গা লাকমাল ৩৬ ওভারে ৮১ রান দিয়ে সেঞ্চুরির কাছেই ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



