ধরা যাক, ঢাকা শহরে আমার ওজন ৪৫ কিলোগ্রাম। প্রশ্ন হলো, অন্যান্য গ্রহ-উপগ্রহেও কি আমার ওজন একই থাকবে? না, এটা তো হতে পারে না। কোথাও কম, কোথাও বেশি হবে।
আমার ওজন চাঁদে হবে: ৮ কিলোগ্রাম
মার্কারি বা বুধ গ্রহে ওজন হবে: ১৭ কিলোগ্রাম
মার্স বা মঙ্গল গ্রহেও ওজন হবে: ১৭ কিলোগ্রাম
ভেনাস বা শুক্র গ্রহে ওজন হবে: ৪১ কিলোগ্রাম
ইউরেনাস গ্রহেও ওজন হবে: ৪১ কিলোগ্রাম
স্যাটার্ন বা শনি গ্রহে: ৪৮ কিলোগ্রাম
নেপচুন গ্রহে: ৫২ কিলোগ্রাম
বৃহস্পতি বা জুপিটার গ্রহে: ১১৫ কিলোগ্রাম ইত্যাদি।
এই পার্থক্যের মূল কারণ হলো, বিভিন্ন গ্রহের ভর ভিন্ন। এই ভরের ওপর নির্ভর করে সে গ্রহের মহাকর্ষ বল কেমন হবে। তাই বিভিন্ন গ্রহে আমাদের ভিন্ন পরিমাণ মহাকর্ষ বল আকর্ষণ করে। সে জন্যই ওজনের পরিমাণ ভিন্ন হয়। মহাশূন্যে আমার ওজন হবে প্রায় শূন্য। কারণ, সেখানে তেমন কোনো বল আমার ওপর আকর্ষণ শক্তি হিসেবে কাজ করে না।
মহাশূন্যে প্রদক্ষিণরত রকেটে মহাকাশচারীদের ভেসে থাকতে দেখা যায় এ কারণেই। আবার কোনো বস্তু উঁচু ভবন থেকে নিচে পড়তে থাকলে তা ওজনশূন্য হয়ে পড়ে। কারণ, পড়ন্ত বস্তু ওজন হারায়। কোনো উঁচু ভবনে লিফটে নিচে নামার সময় বস্তুত পড়ন্ত বস্তু হিসেবে আমরা নিচে নামি। সে জন্যই লিফট যদি অনেক দ্রুত নিচে নামে, তাহলে আমাদের মনে হয় যেন নিচে পড়ে যাচ্ছি। বুক ঢিপ ঢিপ করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।