জুমবাংলা ডেস্ক : প্রায় ৪০ দিন আগে পরকীয়া প্রেমের সম্পর্কে ভারত থেকে অনুপ্রবেশ করে চাঁপাইনবাবগঞ্জে এসেছে কিশোরী এক গৃহবধূ (১৭)। এখানে এসে মাসুদ রানা নামে এক যুবকের সঙ্গে সংসার করছেন তিনি। ওই কিশোরী ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানাধীন মান্দাপাড়ায় ইসমাইল হকের স্ত্রী।
রবিবার (১০ নভেম্বর) খোঁজ নিয়ে জানা যায়, দিনাজপুর সীমান্ত দিয়ে তারকাঁটা পার হয়ে ৪০ দিন আগে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোঠাপাড়ায় আনারুল ইসলামের ছেলে মাসুদ রানার বাড়িতে আসেন ওই গৃহবধূ। পরে বিয়েও করেন তারা।
স্থানীয়রা জানান, রাজমিস্ত্রির কাজ করতে ৮ বছর আগে অনুপ্রবেশ করে ভারতে যান মাসুদ। সেখানে ওই কিশোরীর শ্বশুরবাড়িতে ভাড়া থাকতেন তিনি। ভারতে চলাফেরার জন্য অবৈধভাবে বানিয়েছিলেন ‘আধার কার্ড’। কিছুদিন পর মাসুদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কিশোরী গৃহবধূর। এক পর্যায়ে গৃহবধূর স্বামী বিষয়টি জানতে পেরে বাড়ি থেকে বের করে দেন মাসুদকে। এরপর বিএসএফ ও বিজিবির চোখ ফাঁকি দিয়ে কিশোরী গৃহবধূকে অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসেন তিনি। বাংলাদেশে এসে নাম পরিবর্তন করে তারা বিয়েও করেছেন।
এদিকে ১৪ অক্টোবর স্ত্রীকে ফিরে পেতে ভারতের থানায় জিডি করেছেন ইসমাইল হক। তার দাবি, প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে তার স্ত্রীকে বাংলাদেশে এনেছেন মাসুদ। আটকে রেখে নির্যাতন করছেন তার স্ত্রীকে। এমনকি ভারতে যেতে চাইলেও কারো সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয় না। এমন অবস্থায় স্ত্রীকে ফিরে পেতে আকুল আবেদন ইসমাইলের।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ৫৩-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান বলেন, চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে ভারতের কোনো নাগরিকের থাকার সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.