নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির শীর্ষ মুরব্বি কেফায়েতুল্লাহ আজাহারী বলেছেন, ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিলে মুসল্লিদের ‘আহত হতে হবে’ ও ‘মারধরের স্বীকার হতে হবে’ এমন তথ্য দিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা সবাইকে জানাতে চাই আপনারা অপপ্রচার শুনে বিভ্রান্ত হবেন না। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা এবার দুই ধাপে আমরা ইজতেমা পালন করবো।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ব ইজতেমা ময়দানে জেলা প্রশাসনের সমন্বয় কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় ইজতেমা আয়োজক কমিটির মুরুব্বি মাহফুজ হান্নান, মাওলানা শাহরিয়ার মাহমুদ ও মাওলানা মাসুদুল করিম উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, শুরায়ি নেজামের তত্ত্বাবধানে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আখেরি মোনাজাত আগামীকাল রোববার সকাল ৯ টার মধ্যে অনুষ্ঠিত হবে।
তিনি জানান, ইজতেমার প্রথম পর্বে আখেরি মোনাজাতে দেশ বিদেশের লাখ লাখ মুসল্লি অংশ নেবেন। তুলনামূলকভাবে মুসল্লির উপস্থিত সংখ্যা অনেক বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।