জুমবাংলা ডেস্ক : মৌলভীবাজারের জুড়ী উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর অপহরণকারীদের হাত থেকে পালিয়ে এলেন মো. আলাউদ্দিন (৩০) নামের এক ফল ব্যবসায়ী যুবক। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বাড়িতে ফিরে আসেন উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামের নুর মিয়ার ছেলে আলাউদ্দিন। আলাউদ্দিন স্থানীয় ভবানীগঞ্জ বাজারের একজন ফল ব্যবসায়ী। পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি রাতে দোকান থেকে বাড়িতে আসার পথে নিখোঁজ হন আলাউদ্দিন।
অনেক খোঁজাখুঁজির পর তাঁকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে ২১ ফেব্রুয়ারি জুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। অপহরণকারীদের হাত থেকে পালিয়ে বাড়ি ফেরা আলাউদ্দিন জানান, ১৯ তারিখ উপজেলার কন্টিনালা ব্রিজে রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে আমার সামনে হঠাৎ একটি হায়েস মাইক্রোবাস এসে থামে। কিছু বুঝে ওঠার আগেই গাড়ি থেকে দুজন লোক নেমে আমার মুখে রুমাল চেপে ধরে। এরপর আমি আর কিছু বলতে পারিনি।
যখন জ্ঞান ফেরে তখন আমি দেখি একটি অন্ধকার রুমে আছি। এরপর যতবার অপহরণকারীদের কাছে আমাকে ছেড়ে দেওয়ার আকুতি জানিয়েছি ততবারই তারা আমাকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে রেখেছে। গতরাত সাড়ে ৪টায় হঠাৎ জ্ঞান ফিরে দেখি আমাকে আটকে রাখা ঘরের দরজা ও প্রধান ফটক খোলা। এরপর এখান থেকে দুই কিলোমিটার হেঁটে এক অটোরিকশা ড্রাইভারের মাধ্যমে বাড়ি থেকে এক হাজার টাকা এনে ঢাকা যাই। পরে সকালে ঢাকা থেকে পারাবত ট্রেনে বাড়িতে আসি।
আলাউদ্দিনের বড় ভাই হেলাল মিয়া বলেন, সব কিছুর পরে আমার ভাইকে ফিরে পেয়ে আমরা খুশি। এ ব্যাপারে আমরা থানায় একটি অভিযোগ দায়ের করব।
জুড়ী থানার এসআই আব্দুল মান্নান বলেন, নিখোঁজের পর ব্যবসায়ী আলাউদ্দিনের বাড়িতে ফিরে আসার খবর আমরা পেয়েছি। তাকে আপাতত চিকিৎসা নিয়ে পরে থানায় যোগাযোগ করতে বলা হয়েছে। এ বিষয়ে আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।