Advertisement
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল ভুল তথ্য প্রকাশ করায় সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিমের কাছে দুঃখ প্রকাশ করেছেন।
রোববার (১০ মে) দিনগত রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে স্ট্যাটাস দিয়ে তিনি দুঃখ প্রকাশ করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লেখেন, জাভেদ ওমর বেলিম ভাইয়ের কাছে দুঃখ প্রকাশ করছি। আজকে ফেইসবুক লাইভে সাবেক তিন অধিনায়কের সঙ্গে আড্ডার সময় আমরা বলেছিলাম যে, জাভেদ ভাই কোভিড-১৯ পজিটিভ হয়েছেন।
আসলে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, ভুল তথ্য পেয়েছিলাম আমরা। জাভেদ ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে, উনি পুরোপুরি সুস্থ আছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



