জুমবাংলা ডেস্ক : বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের ডেকে নির্বাচন পর্যবেক্ষণ পাসকার্ড দিয়েছেন ঠাকুরগাঁওয়ের জেলা নির্বাচন অফিসার জিলহাস উদ্দিন।
এর আগে প্রথম ধাপে ঠাকুরগাঁও পীরগঞ্জ পৌর নির্বাচন পর্যবেক্ষণে পাসকার্ড পেতে হয়রানি ও নির্বাচন অফিসারের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন জেলার সংবাদকর্মীরা।
এ নিয়ে সংবাদ প্রকাশিত হলে অনেকটা তড়িঘড়ি করে জেলা নির্বাচন কর্মকর্তা আবেদনকারী সংবাদকর্মীদের কার্ড দেওয়ার নির্দেশ দেন। পরে রাতে সংবাদকর্মীদের ফোনে যোগাযোগে করে কার্ড নেওয়ার অনুরোধ জানালে তথ্য সংগ্রহের প্রয়োজনে নির্বাচন অফিস থেকে পর্যবেক্ষণ কার্ড সংগ্রহ করা হয়।
কার্ড সংগ্রহের সময় জেলার সিনিয়র সংবাদকর্মীরা বলেন, এই প্রথম পাসকার্ড পেতে হয়রানির শিকার হতে হয়েছে। যা কাম্য ছিল না। আমরা চাই নির্বাচনী এলাকা থেকে সঠিক তথ্যটি প্রদান করি। যেখানে সরকারের নির্দেশনা রয়েছে স্ব স্ব প্রতিষ্ঠানের পরিচয়পত্র দিয়ে পাসকার্ড সংগ্রহ করার। সেখানে নির্বাচন অফিসার অন্যের কথায় কান দিয়ে কালক্ষেপণ করেছেন। আমরা চাই পরবর্তীতে যেন এ ধরনের কোনো ঘটনা না ঘটে।
এ বিষয়ে জেলা নির্বাচন অফিসার জিলহাস উদ্দিন বলেন, অতিরিক্ত কাজের চাপ ও ভুল বুঝাবুঝির কারণে এমনটা হয়েছে। আমরাও চাই সবার সহযোগিতা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।