Advertisement
জুমবাংলা ডেস্ক : অবসর নেয়া না নেয়া নিয়ে ধানাই-পানাই শেষ হচ্ছে না লাসিথ মালিঙ্গার। ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে ক্রিকেট থেকে অবসর নিবেন বলে গত মার্চ মাসে জানান তিনি। কিন্তু অবসরের সিদ্ধান্ত থেকে নিজেকে সরে নিলেন লঙ্কান এই পেসার।
সম্প্রতি ক্রিকইনফোকে মালিঙ্গা জানান, আরো দু’বছর অনায়াসে ক্রিকেট মাঠে পারফর্ম করে যেতে পারবো।
ইয়র্কার কিং মালিঙ্গা বলেন, টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র চার ওভার বোলিং করতে হয়। তাই আমার মনে হয়, আমি টি-টোয়েন্টি ক্রিকেট আরও খেলতে পারবো। আমার টি-টোয়েন্টি ক্রিকেট খেলার অনেক অভিজ্ঞতা রয়েছে। আর এই অভিজ্ঞতা দিয়ে আরও বছর দুয়েক সহজেই খেলা চালিয়ে যেতে পারবো।
প্রসঙ্গত, লাসিথ মালিঙ্গা একমাত্র বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটেই শততম উইকেটের দেখা পেয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।