জুমবাংলা ডেস্ক : রাজধানীর মিরপুর-৭ নম্বর সেক্টরে চলন্তিকা মোড়ের ঝিলপার বস্তিতে লাগা আগুন ক্রমশ তীব্র হয়ে ওঠার পেছনে রয়েছে অবৈধ গ্যাসের লাইন। এইসব অবৈধ গ্যাস সংযোগের কারণেই আগুন তীব্র হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
শুক্রবার (১৬ আগস্ট) রাত ৯টার দিকে বস্তি ছাড়িয়ে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। এতে বস্তিতে থাকা টিনশেড ঘরগুলো পুড়ে যায়। সন্ধ্যা ৭টা ২২ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়েছিল।
ঘটনাস্থলে কর্মরত ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুর ইসলাম জানান, এখানে প্রচুর অবৈধ গ্যাসের সংযোগ রয়েছে। পাশাপাশি লাইনগুলো টানা হয়েছে প্লাস্টিকের পাইপ দিয়ে। যে কারণে আগুন ভয়ঙ্কর গতিতে ছড়িয়ে পড়েছে।
এছাড়া বস্তির অধিকাংশ ঘরই বাঁশ, কাঠ ও টিন দিয়ে তৈরি। প্রায় প্রতিটি ঘরই দ্বিতল। এগুলো খুবই দাহ্য পদার্থ, আগুনের সংস্পর্শে এসে দ্রুত জ্বলে উঠেছে। আগুনে অধিকাংশ ঘর ভস্মীভূত হয়ে গেছে বলেও জানান তিনি।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, আগুন লাগার খবর পেয়ে ১০ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা আসে। কিন্তু গ্যাসের লাইন থাকায় তা দ্রুত ছড়িয়ে পড়ে। পাশাপাশি বাতাস থাকায় আগুন দ্রুত চারপাশের ঘরে লাগে। এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে।
বস্তিতে বসবাসকারী রিকশাচালক রকিব উদ্দীন বলেন, ‘মনে হচ্ছিল চারদিকে কেউ যেন আগুন লাগিয়ে দিয়েছিলো। আগুন মুর্হূতের মধ্যেই এ ঘর থেকে ও ঘর হয়ে দাউ দাউ জ্বলে ওঠে। যে কারণে কেউ কিছু নিয়ে বের হতে পারেনি। যে যেভাবে পেরেছে বের হয়ে গেছি।’
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. এরশাদ জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।