
Advertisement
জুমবাংলা ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোক বার্তায়, রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আব্দুল কাদের দির্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন। ২১ ডিসেম্বর তার স্বাস্থ্য পরীক্ষায় ক্যান্সারের চতুর্থ পর্যায় ধরা পড়ে। এছাড়াও তার কোভিড-১৯ পজেটিভ আসে।
আজ সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
টেলিভিশনে বিশেষ কিছু কমেডি চরিত্রের জন্য ৬৯ বছর বয়সী এই জনপ্রিয় অভিনেতা দর্শকদের হৃদয়ে স্থান করে নেন।
আব্দুল কাদের এক ছেলে, এক মেয়ে এবং বিপুল সংখ্যক ভক্ত ও আত্মীয়-স্বজন, শুভাকাক্সিক্ষ রেখে গেছেন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।