স্পোর্টস ডেস্ক : ওডিআই ক্রিকেটে শুভমানের দ্বিশতরানের স্মৃতি এখনও টাটকা। এরপর তিনি করে ফেললেন টি-২০ সেঞ্চুরি। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তিনি সেঞ্চুরি করে টি-২০ তে প্রথম সেঞ্চুরি করলেন। সঙ্গে গড়লেন একাধিক রেকর্ড।
মোতেরা স্টেডিয়ামে মরণ বাঁচন ম্য়াচে মাত্র ৫৪ বলে সেঞ্চুরি করলেন শুভমান গিল। এই নিয়ে টি-২০ তে সেঞ্চুরির শুরুটা করে ফেললেন। এরআগে তিনি টেস্ট ও ওডিআইতে সেঞ্চুরি করেছিলেন। টি-২০ তে করে তিন ফর্ম্যাটে সেঞ্চুরি করা ভারতীয়দের মধ্যে পঞ্চম স্থানে জায়গা করে নিলেন। এই তালিকায় তাঁর সঙ্গে রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেশ রায়না ও কেএল রাহুল। তৃতীয় ম্যাচে তিনি একাই রান করলেন। তিনি মোট ১২৬ রান করে অপরাজিত থাকলেন। তাঁর দাপটেই ভারত ২৩৪ রান করল। এই বছরই তিনি অভিষেক করেন। এরপর ৫টা টি-২০ খেললেও রান পাননি। অবশেষে ষষ্ঠ ম্যাচে রান পেলেন।
সুরেশ রায়নাকে টপকে তরুণ ভারতীয় ব্যাটার হলেন শুভমান গিল, যিনি টি-২০ সেঞ্চুরি করলেন। ২৩ বছর ১৪৬ দিনে এই রানটা করলেন। সুরেশ রায়না করেছিলেন ২৩ বছর ১৫৬ দিনে।
শুধু রায়নাকে টপকানোই নয়। গিল এরসঙ্গে টি-২০ ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সবথেকে বেশি রান করলেন। ভারতীয়দের মধ্যে বিরাট কোহলির সর্বোচ্চ ১২২ রানের রেকর্ড ভেঙে করলেন ১২৬ রান।
শুভমান গিল যখনই সুযোগ পেয়েছেন নিজের সেরাটা দিয়েছেন। এবারও সেটা হল। ২০২৩ সালে ওডিআইয়ের পাশাপাশি তিনি টি-২০ তে রান পেলেন। তাঁকে লম্বা দৌড়ের জন্য অনেকে ভাবছেন।
তৃতীয় ম্য়াচে শুভমান গিলের ইনিংসে ছিল ১২টা চার ও সাতটা ছয়। স্ট্রাইক রেট ছিল ২০০। তাঁর পর সর্বোচ্চ ৪৪ রান করেন রাহুল ত্রিপাঠি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।