স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৮ সালের অলিম্পিকে ইভেন্ট হিসেবে ক্রিকেট অর্ন্তভুক্তির জন্য ৩ মিলিয়ন ডলার খরচ করবে।
অলিম্পিক গেমসে ক্রিকেট ফেরাতে অনেকদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছিলো আইসিসি। ২০২৮ সালের অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত সর্বোচ্চ চেষ্টা করছে আইসিসি।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস অনুষ্ঠেয় ২০২৮ অলিপিক গেমসে ক্রিকেটের প্রচারণা এবং মার্কেটিংয়ের জন্য ৩ মিলিয়ন ডলার খরচ করা হবে। যার অংশ হিসেবে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের মাটিতে টি-টোয়েন্টি বিশ^কাপ আয়োজন করবে আইসিসি।
অলিম্পিকে ক্রিকেট অর্ন্তভুক্তির জন্য আইসিসিকে সর্বাত্মক সহযোগিতা করছে ক্রিকেটের সবচেয়ে ধনী ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
আইসিসির একজন কর্মকর্তা বলেন, ‘আমরা জানি ক্রিকেট অর্ন্তভুক্তিকরণ সহজ হবে না। কারণ অন্য অনেক খেলাও অলিম্পিকে জায়গা পেতে চায়।’
যদিও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রাথমিক তালিকায় নেই ক্রিকেট। আইওসি ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট অর্ন্তভুক্তির জন্য স্কেটবোর্ডিং, স্পোর্ট ক্লাইম্বিং এবং সার্ফিংসহ ২৮টি ভিন্ন ভিন্ন ক্রীড়া বিভাগ প্রস্তাব দিয়েছে।
আইসিসির এক কর্মকর্তা কদিন আগে জানিয়েছিলেন, এখনও অ্যাডিশনাল স্পোর্টস হিসেবে অলিম্পিকে ক্রিকেটের অর্ন্তভুক্তির সুযোগ রয়েছে। ২০২৩ সালে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
১৯০০ সালের পর অলিম্পিকে আর ক্রিকেট দেখা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।