স্পোর্টস ডেস্ক: হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের জন্য আশার প্রতীক হয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার ব্যাটের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ।
মাহমুদউল্লাহই স্কোরকে ৩২০ এর বেশি নিয়ে যেতে পারবেন বলে ভরসা রাখেন টাইগারদের নতুন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স।
তবে এক্ষেত্রে অপরপ্রান্তের ব্যাটসম্যান তাসকিন আহমেদ কতটুকু সপোর্ট দেন রিয়াদকে সেটাই ছিল শঙ্কার বিষয়।
কারণ তাসকিন ফিরে গেলে মাহমুদউল্লাহকে সঙ্গ দিতে নামবেন এবাদত। দলের শেষ ব্যাটসম্যান। তাসকিন ও এবাদত দুজনেই দলের স্পেশালিস্ট বোলার। তাদের থেকে কতটুই আশা করা যায় ব্যাটিংয়ে।
আর সেই তাসকিনই ভেলকি দেখালেন। জিম্বাবুয়ের বোলারদের তুলোধোনা করে তুলে নিলেন ক্যারিয়ারের প্রথম ফিফটি। মাত্র ৭১ বলে ৮ চারের মারে এ অর্ধশতক তুলে নেন তাসকিন।
মাহমুদউল্লাহ-তাসকিনের জুটিতে ভর করে এখন চারশো ছোঁয়ার অপেক্ষায় বাংলাদেশ। অথচ ৩০০ ছুঁতে পারবে কি না তা নিয়েই দুশ্চিন্তা ছিল এক সময়।
এ প্রতিবেদন লেখার সময় ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৪৩৪ রান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



