
জুমবাংলা ডেস্ক : বাগেরহাটের চিতলমারীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ফারমিন মৌলি (২৩) নামে এক তরুণী মারা গেছেন। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টুঙ্গিপাড়া-নাজিরপুর সড়কের কুনিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে।
ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্রী মৌলি ঢাকা মহানগর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক ছিলেন। এছাড়া তিনি পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
চিতলমারী থানার ওসি মো, শরিফুল ইসলাম বলেন, ‘পিরোজপুরের নাজিরপুর থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে ছেড়ে আসা একটি অ্যাম্বুলেন্স চিতলমারী উপজেলার কুনিয়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ওই মোটরসাইকেলে বসে থাকা মৌলিসহ দুই আরোহী ছিটকে রাস্তার উপর পড়ে যান। মৌলি ঘটনাস্থলেই মারা যান।
মৌলির বাড়ি পিরোজপুরের নাজিরপুরে। তিনি নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের মেয়ে।
মৌলির মৃত্যুতে শোক জানিয়ে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন ফেসবুকে লিখেছেন, ‘মৌলির মৃত্যুর সংবাদটা ছিল বিনা মেঘে বজ্রপাতের মতো। আপাদমস্তক পলিটিক্যাল একটি মেয়ে। অনলাইনে দলের প্রচারের কাজে খুবই দক্ষ ছিল।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।