জুমবাংলা ডেস্ক : ‘পুলিশ সপ্তাহ ২০২০’ উপলক্ষে ২০১৯ সালের প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে ৬০৫ জন পুলিশ সদস্যকে ‘IGP’s Exemplary Good Services Badge’ (আইজি’জ ব্যাজ) প্রদান করা হয়েছে।
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) ৬০৫ জন পুলিশ সদস্যকে এই ব্যাজ পরিয়ে দেন।
০৭ জানুয়ারি বেলা ১১.০০ টায় রাজারবাগ পুলিশ লাইনস্ এ শীল্ড প্যারেড পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ‘IGP’s Exemplary Good Services Badge’ (আইজি’জ ব্যাজ) পরিয়ে দেন আইজিপি।
আইজিপি ব্যাচপ্রাপ্ত পুলিশ সদস্যদের অভিনন্দন জানিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) বলেন, ২ লাখ ১২ হাজার পুলিশ সদস্যের মধ্যে প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে ৬০৫ জন আইজি’জ ব্যাজ পেয়েছেন। তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে পুলিশকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন। তবে সবাইকে যদি পুরস্কৃত করতে পারতাম তাহলে আরও খুশি হতাম। যারা পদকপ্রাপ্ত হয়েছেন তাদের ২০ হাজার টাকা দেয়া হবে।
আইজি’জ ব্যাজ প্রাপ্তদের তালিকা দেখুন এখানে
পাতা-১, পাতা-২, পাতা-৩, পাতা-৪, পাতা-৫, পাতা-৬, পাতা-৭, পাতা-৮, পাতা-৯, পাতা-১০
সূত্র : ডিএমপি নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।