স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের মেগা অকশনে উঠছে মোট ১২১৪ জন ক্রিকেটারের নাম। এতে রয়েছেন ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মাতানো অনেক ক্রিকেটার। বাংলাদেশের ৯ জন ক্রিকেটার জায়গা করে নিয়েছেন এবারের নিলামে।
গতবারের মতো এবারো নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি।
সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান সর্বোচ্চ ভিত্তিমূল্যেই নিলামে আছেন। ৪৯ জন ক্রিকেটারকে রাখা হয়েছে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে।
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এখনো নিলামে থাকা খেলোয়াড়দের সম্পূর্ণ তালিকা প্রকাশ করেনি। তবে আইপিএলের তথ্য মতে জানা গেছে, এবারের নিলামে বাংলাদেশের ৯ জন ক্রিকেটার রয়েছেন। তবে এটি নিশ্চিত যে, ১.৫ কোটি বা ১ কোটি ভিত্তিমূল্যের তালিকায় নেই সাকিব-মুস্তাফিজ ছাড়া অন্যরা।
আইপিএল ২০২২ এর মেগা অকশন অনুষ্ঠিত হবে আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে। তালিকায় আছেন মোট ১২১৪ জন ক্রিকেটার। যাদের মধ্যে ভারতীয় ক্রিকেটার আছেন ৮৯৬ জন এবং বিদেশি ক্রিকেটার আছেন ৩১৮ জন। ২৭০ জন খেলোয়াড়ের আছে আন্তর্জাতিক অভিজ্ঞতা। আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা নেই ৯০৩ জন ক্রিকেটারের। এবং সহযোগী দেশগুলো থেকে আছে ৪১ জন ক্রিকেটার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।