আইপিএলে না খেলার যে কারণ জানালেন সাকিব

সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক : আইপিএলের কেনো খেলছেন না, এবার সেই প্রশ্নের জবাবে খানিকটা কৌশলী বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। জানালেন ‘জরুরি পারিবারিক’ প্রয়োজনেই এমন সিদ্ধান্ত। চলতি মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নামার কথা ছিল সাকিবের।

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের পর আগামী মে মাসে ইংল্যান্ডে একই দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও খেলার কথা ছিল সাকিবের। মাঝখানের সময়টুকুতেই কেবল কলকাতার হয়ে খেলতে পারতেন তিনি।

আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্ট জয়ের পর সংবাদ সম্মেলনে সাকিব ‘আইপিএলে না যেতে পেরে মন খারাপ হয়েছে কি না’ এমন প্রশ্নের জবাবে বলেন, ‘নাহ। অবশ্যই ভালো একটা সুযোগ ছিল। বিশ্বকাপের বছর, ভারতে খেলা। যদি যেতে পারতাম, তাহলে ভালো লাগত। কিন্তু যেহেতু ফ্যামিলি ইমার্জেন্সি তো ফ্যামিলি ইমার্জেন্সি।’

আইপিএলে খেলছেন না বলে সাকিবের ঢাকা প্রিমিয়ার লিগে খেলার সম্ভাবনাও তৈরি হয়েছে। সে বিষয়ে সাকিব কেবল বললেন ‘সেটা সময়ই বলে দেবে। দেখি।’

হুইল চেয়ারে কেকেআর ফ্যান, এগিয়ে গিয়ে যা করলেন শাহরুখ খান