২০১৫ সালের পর প্রথমবার আইপিএলের মঞ্চে মিচেল স্টার্ক। নিঃসন্দেহে এই মুহূর্তে ক্রিকেট বিশ্বে ফাস্ট বোলারদের মধ্যে সেরার তালিকাতেই থাকবেন এই অজি স্পিডস্টার। আইপিএলের নিলামে নাম জমা দিয়েছিলেন। এরপরেই তাকে নিয়ে শুরু হয় কাড়াকাড়ি। ব্যাপক লড়াই শেষে স্টার্ক চলে যান কলকাতা নাইট রাইডার্সে।
ততক্ষণে স্টার্কের দাম উঠে যায় ২৪ কোটি ৭৫ লাখ রূপি পর্যন্ত। এর এক ঘণ্টা আগেই নিলামে নাম উঠেছিল তারই স্বদেশি প্যাট কামিন্সের। বিশ্বকাপ জেতানো অজি অধিনায়ককে শেষ পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদ কিনে নেয় ২০ কোটি ৫০ লাখ রুপিতে।
এরপর থেকেই দুজনের দাম নিয়ে হিসেবনিকেশ চলেছে। আর সেই দুই তারকাই গতকাল আইপিএলের মঞ্চে নামলেন প্রথমবারের মতো। যদিও দুজনের কারোরই শুরুটা খুব একটা ভালো হয়নি। টানটান উত্তেজনার ম্যাচে কলকাতা জিতলেও প্রশ্ন উঠেছে দুই অজি পেসারের বোলিং ফিগার নিয়ে।
আগেই গণনা করে জানা গিয়েছিল শাহরুখ খানের ডেড়ায় স্টার্ক যদি প্রতিটি ম্যাচে চার ওভার করেই বল করেন তাহলে বল প্রতি ৭ লাখ ৩৬ হাজার ৬০৭ টাকা করে পাবেন তিনি। সেই হিসেবে গতকালের ম্যাচে ৪ ওভারে ২৪ বল করা স্টার্ক পেয়েছেন ১ কোটি ৭৬ লাখ ৭৮ হাজার ৫৬৮ রূপি। যদিও এই ২৪ বলে তিনি দিয়েছেন ৫৩ রান। পাননি কোন উইকেটের দেখা।
সে হিসেবে স্টার্কের দেওয়া প্রতি রানের মূল্য ছিল প্রায় ৩ লাখ ৩৩ হাজার ৫৫৮ রানের কাছাকাছি। সে তুলনায় অবশ্য প্যাট কামিন্স কিছুটা হিসেবী ছিলেন।
পারিশ্রমিকের ভিত্তিতে যদি কামিন্স হায়দরাবাদের হয়ে প্রতিটি ম্যাচে খেলেন এবং প্রতি ম্যাচে চার ওভার বল করেন, তা হলেও প্রতি বল করার জন্য তিনি পাবেন ৬.১ লাখ টাকা। গতকাল ৪ ওভার করে কামিন্স দিয়েছেন ৩২ রান। উইকেট পেয়েছেন। তবে অধিনায়ক কামিন্স দলকে জেতাতে পারেননি। তার জন্যেও প্রথম ম্যাচে তাই হায়দরাবাদের খরচটা তাই একটু বেশিই মনে হতে পারে।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.