অর্ডার দিয়েছিলেন আইফোন, হাতে পেলেন মাটির ঢেলা! গ্রে ফ তা র ডেলিভারি বয়
আন্তর্জাতিক ডেস্ক : অনলাইনে অর্ডার করেছিলেন আইফোন। কিন্তু হাতে পেলেন মাটি! হ্যাঁ, এমন অদ্ভুত ঘটনার সাক্ষী ভারতের আসানসোলের কুলটির বাসিন্দা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় ই-কমার্স সংস্থার ডেলিভারি বয়কে জিজ্ঞাসাবাদ করছে পু লি শ।
ভারতের সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, কুলটি থানার অন্তর্গত বরাকর হনুমান চড়ায় ঝনকপুরা এলাকার বাসিন্দা শশী যাদব। সামনেই ভাইয়ের জন্মদিন। তাই জনপ্রিয় একটি ই-কমার্স সাইট থেকে আইফোন ১৪ প্রো ম্যাক্স অর্ডার করেছিলেন তিনি। ডেলিভারি হওয়ার কথা ছিল ২২ মার্চ।
২১ মার্চ ভাই রাহুল যাদবের জন্মদিন উপলক্ষে ১৬ তারিখ আইফোন অর্ডার করেছিলেন দাদা শশী যাদব। ২২ তারিখ আসার কথা থাকলেও ২১ তারিখ ফোন চলে আসে। দামি ফোন হওয়ায়, ডেলিভারি বয়ের সামনেই বাক্স খোলেন দাদা, তা ভিডিও করা হয়। বাক্স খুলতেই চক্ষু চড়ক গাছ। দেখা যায় বাক্সের মধ্যে ফোনের বদলে রয়েছে মাটির ডেলা (clay)।
শশী যাদব জানিয়েছেন,’যেহেতু দামি জিনিষ তাই ডেলিভারি বয়ের সামনে বাক্স খুলেছি। অন্য জিনিস হলে হয়তো আগে খুলেও দেখতাম না।’ তবে ডেলিভারি বয় জানাচ্ছেন, তিনি টাকা রিফান্ডের ব্যবস্থা করছেন।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ডেলিভারি বয় অভিষেক মণ্ডলকে জেরা করে। বার বার ডেলিভারি বয় জানান, তিনি অনলাইন সংস্থার অফিসে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছেন।
প্রসঙ্গত, কয়েক বছর আগে অনলাইনে ফোন অর্ডার দিয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। ফোনের বদলে পাথর পেয়েছিলেন তিনি। সেই সময় অনলাইন সংস্থার বিরুদ্ধে উত্তর মালদহ থানায় অভিযোগ দায়ের করেছিলেন খগেনবাবু।
রোমান্সে পরিপূর্ণ এই ওয়েব সিরিজ, ভুলেও পরিবারের সামনে দেখবেন না
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।