বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে অবশেষে মিলেছে সুখবর। আইসিসি নারী টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় উল্লেখযোগ্য উন্নতি করেছেন বাংলাদেশের ব্যাটার শারমিন আক্তার। সর্বশেষ হালনাগাদে তিনি ১৩ ধাপ এগিয়ে গেছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) নারী ক্রিকেটারদের টি-টোয়েন্টি র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি। এ হালনাগাদে বাংলাদেশের অন্য কোনো ব্যাটার বা বোলারের র্যাংকিংয়ে উন্নতি হয়নি।
চলমান আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুর্দান্ত ইনিংস খেলেন শারমিন আক্তার। ৮টি চার ও ১টি ছক্কায় ৩৯ বলে ৬৩ রান করেন তিনি। তার ব্যাটে ভর করেই যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়ে বাছাইপর্ব শুরু করে বাংলাদেশ নারী দল। ম্যাচসেরা নির্বাচিত হন শারমিন।
এই ম্যাচজয়ী ইনিংসের সুবাদে আইসিসি র্যাংকিংয়ে ১৩ ধাপ উন্নতি হয়েছে তার। বর্তমানে ৪৩৪ রেটিং নিয়ে ব্যাটারদের তালিকায় ৫৭তম স্থানে অবস্থান করছেন এই ডানহাতি ব্যাটার।
টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাংকিংয়ে বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে আছেন দলের অধিনায়ক নিগার সুলতানা। ৬০৩ রেটিং নিয়ে তিনি আছেন ১৮তম স্থানে। তার পরেই অবস্থান শারমিন আক্তারের।
নারী টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাংকিংয়ে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি। তার রেটিং ৭৯৪। বোলারদের তালিকায় বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ অবস্থানে আছেন লেগ স্পিনার রাবেয়া খান। ৬৬০ রেটিং নিয়ে তিনি রয়েছেন ১৫তম স্থানে। আর অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


