স্পোর্টস ডেস্ক: আইসিসির বোলারদের র্যাংকিংয়ে বেশ ভালোই চমক দেখালেন মেহেদি হাসান মিরাজ। আইসিসি বোলার র্যাংকিংয়ে মিরাজের অবস্থান ১৬ষ্ঠ স্থানে। এবারের আইসিসি বোলারদের র্যাংকিংয়ে শুধুমাত্র তারই পরিবর্তন এসেছে।
পক্ষান্তরে, বিশ্বকাপে সাত ম্যাচ খেলেছেন মিরাজ। ৫.০৮ ইকোনমিতে ছয় উইকেট নিয়েছেন তিনি। ৪৭ রানের বিনিময়ে দুই উইকেট এবারের বিশ্বকাপে তাঁর সেরা বোলিং ফিগার।
আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষ বোলারের জায়গা ধরে রেখেছেন ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ। তাঁর রেটিং পয়েন্ট ৮১৪। দ্বিতীয় অবস্থানে আছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। ৭৫৮ রেটিং পয়েন্ট নিয়ে এই জায়গা ধরে রেখেছেন তিনি।
অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স উঠে এসেছেন তিন নম্বরে। তিন ধাপ এগিয়েছেন অজি এই পেসার। এক ধাপ উপরে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। তিনি বর্তমান র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে আছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।