আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে হামলার চেষ্টা

জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে হামলার চেষ্টা করেছেন আন্দোলনকারীরা। ১১টা ৪০ মিনিটের দিকে গোলাপ শাহ মাজারের সামনে থেকে হামলার চেষ্টা করেন তারা।

এ-সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিরোধের মুখে তারা পিছু হটে।

আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের দুপাশের রাস্তায় অবস্থান নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

উল্লেখ্য, শনিবার বিকেল ৩টায় ছাত্রজনতার বিক্ষোভ মিছিলে সরকার পতনের এক দফা ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। সেই সঙ্গে পূর্বঘোষিত কর্মসূচি সর্বাত্মক অসহযোগ এর ডাক দেয়।

অন্যদিকে একইদিন দুপুরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকার ওয়ার্ডে ওয়ার্ডে ও দেশজুড়ে সকল বিভাগীয় শহর ও জেলা শহরে জমায়াতের ঘোষণা দেয়।

শাহবাগে আন্দোলনকারীদের অবস্থান