আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রমে দেওয়া নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার হবে-এমন কোনো সম্ভাবনা নেই।
গতকাল বুধবার দুপুরে বরিশাল নগরীর শংকর মঠ পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ড. আসিফ নজরুল বলেন, “যখন একটি দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, তখন প্রশ্ন ওঠে এটি স্থায়ী নাকি অস্থায়ী। তবে আওয়ামী লীগের কার্যক্রমের উপর দেওয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে—এমন কোনো সম্ভাবনা আমি দেখছি না।”
বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক সাক্ষাৎকার প্রসঙ্গে তিনি আরও বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। অশান্ত পাহাড় প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি জানান, পাহাড়কে যারা অশান্ত করবে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।
পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, পুলিশ সুপার মো. শরীফ উদ্দীন, শংকর মঠ পূজা মণ্ডপ কমিটির সভাপতি কানু লাল সাহা ও সাবেক সাধারণ সম্পাদক তম্ময় তপু প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



