স্পোর্টস ডেস্ক : মরুর দেশ আবুধাবিতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতা আর হতাশা ছাড়া কিছু অর্জন করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপের বাছাইপর্বে নিজের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হার দিয়ে যাত্রা শুরু করে রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। পরে অবশ্য পাপুয়া নিউগিনি এবং ওমানকে হারিয়ে কোনোমতো মূলপর্বে জায়গা করে নেয় টাইগাররা।
এরপর টাইগারদের সুপার টুয়েলভের ইতিহাসটা আরও করুণ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর থেকে সবার আগে বিদায় নিয়েছে বাংলাদেশ। আর একের পর এক হারের মাধ্যমে আইসিসির র্যাঙ্কিংয়ের প্রভাব পড়েছে। নয় নম্বরে নেমে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। আর তাতেই আগামী বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে শঙ্কা দেখা দেয়। তবে টাইগারদের সেই শঙ্কা দূর করতে সহায়তা করে অস্ট্রেলিয়া দল।
আগামীতে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরে সরাসরিই সুপার টুয়েলভে অংশ নেবেন মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনী। তখন আর বাছাইপর্বের পরীক্ষার সম্মুখিন হতে হবে না টাইগারদের। অবশ্য বাংলাদেশের জন্য মহান এই কাজটি করে দিয়েছে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরের সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারানোর ফলে লাভ হয় বাংলাদেশের। বর্তমানে অষ্টম স্থানে থাকা উইন্ডিজ এখন নেমে যাবে নবম স্থানে। আর বাংলাদেশ উঠে যাবে অষ্টম স্থানে।
তবে র্যাঙ্কিংয়ে আরও একধাপ এগোনোর সুযোগ রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদদের। আগামীকাল নিউজিল্যান্ড যদি তাদের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারায় তাহলেও ২৩৪ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ উঠে যাবে সাতে। ভগ্নাংশের হিসেবে রেটিং পয়েন্টে পেছনে থেকে আফগানিস্তান থাকবে আটে এবং ২৩৩ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ থাকবে নয়ে।
১৫ নভেম্বর পর্যন্ত র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আটটি দল সরাসরি খেলবে ২০২২ বিশ্বকাপে। অর্থাৎ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ও র্যাঙ্কিংয়ের পরের ছয়টি দল সরাসরি খেলবে সুপার টুয়েলভে।
বাকি চারটি দলকে বাছাইপর্ব খেলে আসতে হবে সুপার টুয়েলভে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।