বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আগামী বছরের মার্চে বাজারে আসছে ইলেকট্রিক গাড়ি। এই গাড়ি তৈরির জন্য চট্টগ্রামের মিরসরাই ইকোনমিক জোনে নির্মিত হচ্ছে এক হাজার ৪৪০ কোটি টাকার কারখানা। এ জোনে ইলেকট্রিক গাড়ি তৈরির কারখানার পাশাপাশি লিথিয়াম ব্যাটারি, মোটর ও চার্জার কারখানাও গড়ে তোলা হচ্ছে।
ইলেকট্রিক গাড়ি তৈরির কারখানায় বিনিয়োগ করছে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
প্রতিষ্ঠানটির চেয়্যারম্যান মান্নান খান বলেন, চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বঙ্গবন্ধু শিল্পনগর। যেখানে ১০০ একর জায়গার ওপর ইলেকট্রিক গাড়ি তৈরির কারখানা গড়ে তোলা হচ্ছে। গাড়ির কাঠামো ছাড়া তাতে ব্যবহৃত লিথিয়াম ব্যাটারি, মোটর এবং চার্জার কারখানাও তৈরি করা হচ্ছে। যা দুই চাকা, তিন চাকা ও চার চাকাতে ব্যবহার করা যাবে।
এ সময় তিনি আরও বলেন, এক হাজার ৪৪০ কোটি টাকা বিনিয়োগে এই তিনটি কারখানা পাশাপাশি গড়ে উঠছে। বঙ্গবন্ধু শিল্প নগরে ইলেকট্রিক সেডান, এসইউভি এবং হ্যাচব্যাক তৈরি করবে অটো ইন্ডাস্ট্রিজ। বছরে যেমন ত্রিশ হাজার গাড়ি এই কারখানায় তৈরি করা যাবে তেমনি আগামী বছর মার্চ মাস থেকে ইলেকট্রিক গাড়ি বাজারে নিয়ে আসার ব্যাপারে আশাবাদী অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়্যারম্যান।
শুধু চাহিদা মেটানো নয়, জ্বালানি খরচ যেমন কমবে তেমনি গাড়ির দামও অনেকাংশে কমে আসবে বলে জানিয়েছে অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্তৃপক্ষ। সেই সঙ্গে দূষণমুক্ত বিকল্প গড়ে তোলাও লক্ষ্য বাংলাদেশের।
প্রকল্প পরিদর্শনে এসে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া জানান, ইলেকট্রিক যানবাহনের মাধ্যমে পরিবহন জগতে আসবে আমূল পরিবর্তন।
ইতোমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে পাঁচটি প্রতিষ্ঠান ইলেকট্রিক গাড়ি তৈরির কাজ শুরু করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।