স্পোর্টস ডেস্ক: ইউরোপজুড়ে ২০২১-২২ ফুটবল মৌসুম ইতোমধ্যেই শেষ হয়েছে। প্রতিটি লিগ থেকে ইউরোপীয়ান টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগের দলগুলোও প্রায় চূড়ান্ত হয়ে গেছে।
এবারের মৌসুমে সিরি-আ জয়ী এসি মিলান প্রায় এক দশক পরে চ্যাম্পিয়ন্স লিগে ফিরে এসেছে। এদিকে তিনবারের চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী ম্যানচেস্টার ইউনাইটেড আগামী মৌসুমে ইউরোপীয়ান ফুটবলের দ্বিতীয় টায়ার ইউরোপা লিগে খেলবে।
ইউরোপের পাঁচটি শীর্ষ লিগ ইংল্যান্ড, ইতালি, স্পেন, জার্মান ও ফ্রান্স থেকে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগে খেলার যোগ্যতা অর্জনকারী দলগুলো হলো :
প্রিমিয়ার লিগ :
চ্যাম্পিয়ন্স লিগ : ম্যানচেস্টার সিটি, লিভারপুল, চেলসি, টটেনহ্যাম হটস্পার
ইউরোপা লিগ : আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড
কনফারেন্স লিগ : ওয়েস্ট হ্যাম ইউনাইটেড
সিরি-আ :
চ্যাম্পিয়ন্স লিগ : এসি মিলান, ইন্টার মিলান, নাপোলি, জুভেন্টাস
ইউরোপা লিগ : ল্যাজিও, রোমা
কনফারেন্স লিগ : ফিওরেন্টিনা
লা লিগা :
চ্যাম্পিয়ন্স লিগ : রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, এ্যাথলেটিকো মাদ্রিদ, সেভিয়া’
ইউরোপা লিগ : রিয়াল বেটিস, রিয়াল সোসিয়েদাদ
কনফারেন্স লিগ : ভিয়ারিয়াল
বুন্দেসলিগা :
চ্যাম্পিয়ন্স লিগ : বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, বায়ার লেভারকুজেন, আরবি লিপজিগ
ইউরোপা লিগ : বার্লিন ইউনিয়ন, ফ্রেইবার্গ
কনফারেন্স লিগ : এফসি কোলন
লিগ ওয়ান :
চ্যাম্পিয়ন্স লিগ : পিএসজি, মার্সেই
চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফিকেশন : মোনাকো
ইউরোপা লিগ : রেনে
কনফারেন্স লিগ কোয়ালিফিকেশন : নিস। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।