জুমবাংলা ডেস্ক : মেহেরপুরে বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশায় আকাশ মেঘাচ্ছন্ন থাকায় স্বাভাবিক চলাফেরায় বিঘ্ন ঘটছে। সকাল থেকে দেখা যায়নি সূর্যের মুখ; সেইসঙ্গে হিমেল হওয়ায় শীতের তীব্রতা আরও বেড়েছে। আগামী পাঁচ থেকে ছয় দিন এমন পরিস্থিতি থাকতে পারে বলে জানায় আবহাওয়া অধিদফতর।
মেহেরপুরে বেঘন কুয়াশায় আকাশ মেঘাচ্ছন্ন থাকায় স্বাভাবিক চলাফেরায় বিঘ্ন ঘটছে।
সোমবার (১ জানুয়ারি) সকাল ১০টা পর্যন্ত সড়কগুলোতে বাতি জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সকাল ৯টায় এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়াও বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।
এর আগে রোববার (৩১ ডিসেম্বর) মেহেরপুরে সূর্যের দেখা মেলেনি দুপুর ১২টা পর্যন্ত। আবহাওয়ার এমন পরিস্থিতিতে বেশি বিপাকে পড়েছেন শিশু ও বৃদ্ধ।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পরিদর্শক রাকিবুল হাসান জানান, আগামী পাঁচ থেকে ছয় দিন এমন পরিস্থিতি থাকতে পারে। সূর্যের দেখা মিলতে দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হবে এ অঞ্চলের মানুষের।
এ ছাড়া আজ উত্তরের হিমেল হাওয়া বেড়ে যাওয়ায় শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। শীত আরও কিছুটা বাড়তে পারে বলে জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।