নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমির হামজার আজ (সোমবার) ৪র্থ মৃত্যু বার্ষিকী। ২০১৬ সালের এইদিনে তিনি মস্তিস্কে ভাইরাস জনিত রোগে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার সমরিতা হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি—-রাজীউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর। তিনি মা, চার ভাই, দুই বোন, নেতাকর্মীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
আমির হামজা গাজীপুর জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ও কালীগঞ্জ শ্রমিক বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সভাপতি ছিলেন। তিনি ছিলেন কালীগঞ্জ পৌর এলাকার ভাদার্ত্তী গ্রামের মৃত আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে।
দিনটি উপলক্ষে সহপাঠিদের উদ্যোগে আজ কোরআন খতম, স্থানীয় ইয়াতিমদের দুপুরে খাবারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও উপজেলা ছাত্রলীগের উদ্যোগে একই দিনে বিকেলে মরহুম ছাত্রলীগ নেতা আমির হামজার নিজ বাড়ী ভাদার্ত্তী গ্রামের সামাজিক কবরস্থানে তার কবর জিয়ারত শেষে বাদ আছর ভাদার্ত্তী বাইতুল মামুর জামে মসজিদে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
হামজার মৃত্যু বার্ষিকীতে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এম.পি, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিগণ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। তাছাড়া পরিবারের পক্ষ থেকেও ছাত্রলীগ নেতা হামজার রুহের মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।