স্পোর্টস ডেস্ক: এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরটা একেবারেই ভালো যাচ্ছিল না বাংলাদেশ দলের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে বিধ্বস্ত। তবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ। একদিনের ফরম্যাটে ফিরেই স্বরুপে দেখা মিলেছে টাইগারদের। সিরিজ জয়ের লক্ষ্যে আজ রাতে তামিম ইকবালরা দ্বিতীয় ম্যাচে মাঠে নামছেন।
গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।
এই ম্যাচ জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিবে বাংলাদেশ। পরিসংখ্যান বলছে, এই মাঠে খেলা আগের চার ম্যাচের তিনটিতেই জিতেছে বাংলাদেশ। তাই আজও জয়ের জন্যই মাঠে নামবে তামিম-আফিফরা।
স্বাগতিকদের বিপক্ষে প্রথম ম্যাচে দাপুটে পারফরম্যান্স উপহার দেয় বাংলাদেশ দল। বৃষ্টির কারণে ৪১ ওভারে নেমে আসা ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে শরিফুল-মিরাজদের বোলিং তোপে নির্ধারিত ৪১ ওভারে ৯ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করে উইন্ডিজ। ৩১ দশমিক ৫ ওভারেই ৪ উইকেট হারিয়ে ১৫০ লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। মাহমুদ উল্লাহ রিয়াদ ৪১ ও নুরুল হাসান সোহান ২০ রানে করে অপরাজিত থাকেন। এ ছাড়া নাজমুল হোসান শান্ত ৩৭ ও তামিম ইকবাল ৩৩ রান করেন।
সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় ওয়ানডে একাদশে পরিবর্তনের ভাবনা নেই বললেই চলে। আগের ম্যাচের একাদশই নামাতে পারে টাইগার টিম ম্যানেজমেন্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।