চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা শোবিজ অঙ্গনের পাশাপাশি ব্যক্তিগত ও ধর্মীয় জীবনেও মনোযোগী হয়ে উঠেছেন। নিয়মিত ধর্মীয় অনুশীলনের অংশ হিসেবে গত বছর তিনি ওমরাহ পালন করতে মক্কায় যান। সেখান থেকে ফিরে এসে বড় পর্দা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান বর্ষা। তার ভাষ্য, ভবিষ্যতে সন্তানদের বড় হয়ে ওঠার বিষয়টি মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সেই সিদ্ধান্তের প্রতিফলনও দেখা যাচ্ছে। নতুন কোনো সিনেমায় এখন আর দেখা যাচ্ছে না বর্ষাকে। তবে মাঝে মধ্যে ফটোশুট ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায় তাকে। অবসর সময়ে বই পড়ায় সময় কাটান এই অভিনেত্রী, বিশেষ করে ধর্মীয় বইয়ের প্রতি রয়েছে তার আগ্রহ।
সম্প্রতি এমনই একটি ধর্মীয় বই নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন বর্ষা। শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ ড. মাওলানা মিজানুর রহমান আজহারীর লেখা ‘এক নজরে কুরআন’ বইয়ের কয়েকটি ছবি শেয়ার করেন তিনি। পোস্টে বর্ষা জানান, দীর্ঘদিন ধরেই বইটি পড়ার ইচ্ছা ছিল তার। তিনি তিনটি কপি অর্ডার করেছিলেন, যার দুটি নিজের বোনদের জন্য বলে উল্লেখ করেন।
বর্ষা আরও বলেন, জীবনে অনেক কিছু অজানা থাকলেও বইটি পড়ে নতুন কিছু জানতে পারবেন বলে আশা করছেন তিনি। একই সঙ্গে বইটি পড়ার সুযোগ করে দেওয়ায় ড. আজহারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার মঙ্গল কামনা করেন।
আরও পড়ুনঃ
২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন বর্ষা। ছবিটিতে তিনি অভিনয় করেন অনন্ত জলিলের বিপরীতে। পরবর্তীতে ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে বিয়ে করেন এই তারকা জুটি। তাদের সংসারে রয়েছে দুই ছেলে—আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


