জুমবাংলা ডেস্ক : ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া, ভুল্লি, ঢোলারহাটসহ বেশ কয়েকটি স্থানে তুমুল বেগে দমকা হাওয়া ও শিলাবৃষ্টিপাতের কারণে বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শিলাবৃষ্টির আঘাতে মাটির সঙ্গে নুইয়ে পড়েছে উঠতি ফসল গম, ভুট্টা, আমের মুকুল, পেঁয়াজ, মরিচ, কলা, সরিষসহ বিভিন্ন ফসল ও সবজি। এদিকে ফসলের পাশাপাশি অসহায় মানুষের কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
গত সোমবার বিকাল চারটার পর হঠাৎ শুরু হওয়া এই শিলাবৃষ্টি প্রায় ২৫/২৮ মিনিট স্থায়ী হয়।
রাজাগাঁও ইউনিয়নের আসানগর এলাকার কৃষক ইব্রাহীম জানান, শিলাবৃষ্টিতে মাঠের উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কয়েক বিঘা জমিতে ভুট্টা, সরিষা ও গম চাষ করেছেন তিনি। হঠাৎ শিলাবৃষ্টির কারণে গমও ভুট্টা মাটিতে পড়ে গেছে। আরেক কৃষক আনোয়ার বলেন, জমিতে গম লাগাইছি এই শিলাবৃষ্টিতে গমের ক্ষতি হয়েছে।
আকস্মিক শিলা বৃষ্টিতে ফসলের ক্ষতির হওয়ার সম্ভাবনার সত্যতা স্বীকার করে ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু হোসেন জানান, তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ জানাতে পারেন নি। তবে কি পরিমাণ জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে তা নিরুপণে কৃষি কর্মকর্তারা মাঠে রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।