আনহেল ডি মারিয়ার সামনে যেসব বড় চ্যালেন্জ অপেক্ষা করছে

আনহেল ডি মারিয়া

আর্জেন্টিনার জাতীয় দলের আনসাং হিরো আনহেল ডি মারিয়ার সামনে এখনো বেশ কিছু চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তার ক্লাব ক্যারিয়ার কতদূর পর্যন্ত লম্বা হতে পারে এবং আর্জেন্টিনার জাতীয় দলকে তিনি আর কীভাবে সার্ভিস দিতে পারেন এ বিষয় নিয়ে আজকের আর্টিকেলে আলোচনা করা হবে।

আনহেল ডি মারিয়া

সব সময়ই ইনজুরি সংক্রান্ত সমস্যা ডি মারিয়ার পেছনে লেগেই থাকে। এজন্য তিনি অতীতে অনেক বড় বড় ম্যাচ মিস করেছেন। ওই সকল ম্যাচ না খেলার জন্য তার দলকে ভুগতে হয়েছে অনেক।

ডি মারিয়া বর্তমানে ইনজুরি সংক্রান্ত সমস্যা থেকে দূরে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন। কীভাবে পুরোপুরি ফিট থেকে বেশি বেশি ম্যাচ খেলা যায় এটাই এখন ডি মারিয়ার উদ্দেশ্য। সর্বশেষ সিজনে ক্লাবের হয়ে তিনি এক চতুর্থাংশ ম্যাচ মিস করেছেন।

ক্লাবের হয়ে এত ম্যাচ মিস করা মোটেও ভালো লক্ষণ ছিল না। তিনি যদি নিজেকে ফিট রাখতে পারেন তাহলে আরও তিন বছর অনায়াসে খেলতে পারবেন। ৩৪ বছর বয়সে এই ফুটবলার এখনো দুর্দান্ত ফর্মে রয়েছেন।

সবকিছু ঠিক থাকলে আর্জেন্টিনার হয়ে তিনি ২০২৪ কোপা আমেরিকা খেলবেন বলে আশা করা হচ্ছে। তার স্পিড ও ড্রিবলিং এখনো জাতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পরবর্তী কোপা আমেরিকা সময় তার বয়স ৩৬ হলেও তিনি ইনজুরি থেকে নিজেকে দূরে সরে রাখতে পারবেন বলে ভক্তারা মনে করে।

ক্লাবের হয়ে ডি মারিয়ার সব থেকে বড় চ্যালেঞ্জ হলো নিজের ফিটনেস ধরে রেখে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে ভালো পারফর্ম করা। বিশ্বকাপ শেষ হওয়ার পর ক্লাবের হয়ে প্রথম ম্যাচে তারা দুর্দান্ত পারফরম্যান্স সবার চোখে লেগে আছে।

তিনি যদি ক্লাবের হয়ে ভালো করতে না পারেন তাহলে দুর্ভাগ্যবশত আরও একবার ক্লাব পরিবর্তন করার দরকার হতে পারে। সে ক্ষেত্রে আর্জেন্টিনার ঘরোয়া লীগে তাকে দেখা যেতে পারে।