Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে বৃহস্পতিবার এক হামলায় সাত আফগান নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। তিন দিনের অস্ত্রবিরতি পালনের পর প্রথম ভয়াবহ এ হামলার ঘটনায় সরকারি কর্মকর্তারা তালেবানকে দায়ী করছে। খবর এএফপি’র।
প্রাদেশিক গভর্নরের মুখাপাত্র ওয়াহিদ শাহকার জানান, জঙ্গিরা রাজধানীর উত্তরে পারওয়ান নিরাপত্তা ফাঁড়িতে হামলা চালিয়েছে।
শাহকার আরো জানান, ‘সেখানে পাল্টা হামলায় জঙ্গি গ্রুপ তালেবানের অনেক সদস্যও হতাহত হয়েছে।’
এদিকে জেলা পুলিশ প্রধান হুসাইন শাহ জানান, তালেবান যোদ্ধারা ওই নিরাপত্তা ফাঁড়িতে আগুন ধরিয়ে দিলে আফগান নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য প্রাণ হারায়। তারা আরো দু’জনকে গুলি করে হত্যা করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।