জুমবাংলা ডেস্ক : কুড়িগ্রামে রেকর্ড পরিমাণ ভারী বৃষ্টিপাত হওয়ায় উজান থেকে নেমে আসা ঢলের কারণে নদ-নদীগুলোতে আবারও পানি বাড়তে শুরু করেছে। ফলে দ্বিতীয় দফা বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। পানি বিপৎসীমার নিচে আসতে না আসতেই নতুন করে আবারও বাড়ছে পানি।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘন্টায় ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬৯ সেন্টিমিটার ওপর, ব্রহ্মপুত্র নদের চিলমারীতে ৫৩সেন্টিমিটার এবং দুধকুমর নদীর নুনখাওয়া পয়েন্টে ৪২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নতুন করে নিম্নাঞ্চলসমূহ আবারও তলিয়ে গিয়ে দুর্ভোগ বেড়েছে। দ্বিতীয় দফা বন্যার ধকল কাটতে না কাটতেই তৃতীয় দফা বন্যার আশংকায় কুড়িগ্রামের নদী তীরবর্তী মানুষজন।
গত তিনদিন যাবত অনবরত বৃষ্টিপাত হওয়ায় জেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতাসহ নদনদীর পানিও বেড়েই চলেছে। এদিকে, বন্যার ফলে দুর্ভোগে রয়েছে জেলার প্রায় ৪ লাখ মানুষ। এছাড়া প্রায় ৫০ হাজার বাড়িঘর বিনষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৭ কিলোমিটার সড়কপথ এবং সাড়ে ৩১ কিলোমিটার বাঁধ। এদিকে ৫টি প্রাথমিক বিদ্যালয় ভাঙনে বিলীন হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ১৩৯টি বিদ্যালয়। টানা বন্যায় বানভাসিরা রয়েছে শুকনা খাবার, বিশুদ্ধ পানি এবং গো খাদ্যের সংকটে। সরকারি-বেসরকারিভাবে ত্রাণ বিতরণ চললেও অনেকেই ত্রাণ না পাওয়ার অভিযোগ করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।