স্পোর্টস ডেস্ক: আবারো ইনজুরিতে পড়েছেন নেইমার। আসছে সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বার্সেলোনার বিপক্ষে মাঠে নামা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ফ্রেঞ্চ কাপে কনেঁর বিপক্ষে চোট পেয়ে মাঠ ছাড়েন পিএসজি ফরোয়ার্ড।
নেইমারের কান্না আর মাঠ ছেড়ে বের হয়ে যাওয়ার দৃশ্য এখন চিরচেনা। প্রতিপক্ষের ট্যাকলে বহুবার লুটিয়ে পড়েছেন, মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন। কিন্তু এবারের ইনজুরি ফুটবলপ্রেমীদের দুশ্চিন্তা বাড়িয়েছে। কেননা এ মৌসুমে মেসি-রোনালদো দ্বৈরথ দেখা হয়নি।
এবার কি তবে মেসি-নেইমার প্রতিদ্বন্দ্বিতাও মিস হবে? আর মাত্র পাঁচদিন পর যে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনে বার্সেলোনা-পিএসজি ম্যাচ। ব্রাজিল তারকা চোটে পড়লেও রাউন্ড সিক্সটি ফোরের ম্যাচে ঠিকই জিতেছে পিএসজি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


