আবাসিক হোটেল থেকে পতিতাবৃত্তির দুই সহযোগিকে গ্রেফতার

আবাসিক হোটেল

জুমবাংলা ডেস্ক : ফরিদপুরে আবাসিক হোটেল থেকে পতিতাবৃত্তির দুই সহায়কে গ্রেফতার করেছে ফরিদপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)। সোমবার (৪ এপ্রিল) ফরিদপুর জেলা পুলিশের এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে সংবাদমাধ্যম কে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়।

আবাসিক হোটেল

জানা যায়, ফরিদপুর সদর উপজেলার গোয়ালচামট এলাকায় পিটিআই অফিসের বিপরীত পাশে অবস্থিত আবাসিক হোটেল আলবেগে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন, হালিম শেখের ছেলে মোঃ আকরাম শেখ (৪০) এবং ঋষিকান্ত বিশ্বাসের ছেলে মিলন বিশ্বাস (৪০)। তারা উভয় বোয়ালমারী উপজেলার বাসীন্দা।

গ্রেফতারের পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা অবৈধভাবে টাকার বিনিময়ে রুম ভাড়া দিয়া পতিতাবৃত্তি করার সুযোগ সৃষ্টি করিয়া দেয়। এই সংক্রান্তে এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী একটি মামলা দায়ের করে আদালতে সোপর্দ করেন।