জুমবাংলা ডেস্ক : পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, ধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শিক্ষা, সড়ক ও গ্রামীণ অবকাঠামো নির্মাণে আমরা দ্রুতগতিতে কাজ করছি। আমরা কোনও দাতা সংস্থার কাছ থেকে অর্থ নিয়ে কাজ করছি না। আমরা সম্পূর্ণ নিজেদের অর্থয়ানে সব কাজ করছি।’
তিনি বলেন, ‘দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন কাজ হচ্ছে। কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, পদ্মা সেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইটসহ আরও অনেক উন্নয়ন কাজ হচ্ছে। আগামীতে যমুনা নদীতে টানেল নির্মাণের পরিকল্পনা রয়েছে। গত দশ বছরে দেশের প্রবৃদ্ধি আয়ও ৪ গুণ বেড়েছে।
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী সরকারি বিএল উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ফরাস উদ্দিন আহমেদ, স্থানীয় সংসদ সদস্য প্রফেসর ডা. হাবিবে মিল্লাত মুন্না, পানিসম্পদ সচিব কবির বিন আনোয়ার, প্রফেসর মনোয়ারুল ইসলাম ও প্রফেসর আবু জাফর প্রমুখ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।