জুমবাংলা ডেস্ক: আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী অভিযোগ করে বলেছেন, ‘আমার বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার চালানো হচ্ছে। আমি আমার পার্টি অফিসে বলেছিলাম যে, ‘আমি জয় বাংলা বলবই’। সেই কথাটাকে এখন বিভিন্নভাবে বানিয়ে বলা হচ্ছে। আমাকে কাফের উপাধি দেওয়া হচ্ছে।
রবিবার (২ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জে নির্বাচনী প্রচারণাকালে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ধর্ম ব্যবহার করে অপপ্রচারের মাধ্যমে নির্বাচনের পরিবেশ নষ্ট করছে বিরোধীপক্ষ। আমি নাকি মসজিদ ভেঙে ফেলছি। আমি নাকি মন্দিরের জায়গা নিয়ে গেছি। এ রকম প্রমাণ কি কেউ করতে পারবে?
আইভী বলেন, আমি সাতটা মসজিদ করে দিয়েছি এই শহরে। অথচ আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে আমি নাকি মসজিদ ভেঙে দিয়েছি।
তিনি বলেন, হোল্ডিং ট্যাক্সসহ সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিপরীতে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বিরোধীরা।
নির্বাচনে যাতে কালো টাকার ব্যবহার না হয় সে ব্যাপারে গোয়েন্দা সংস্থাকে তদন্তের অনুরোধ জানান আইভী।
এদিকে গতকাল শনিবার সাংসদ শামীম ওসমানের ভূমিকা প্রসঙ্গে প্রশ্ন করলে আইভী বলেন, এ বিষয়ে আমাদের না যাওয়াই উচিত। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা আছেন তাদের অভিযোগের জবাব আমি দেওয়ার চেষ্টা করি। তিনি কার দ্বারা প্রভাবিত জানি না, তবে তিনি যে অভিযোগগুলো করছেন- এক ব্যক্তি ছিল যিনি এ অভিযোগ করতেন।
আইভী বলেন, আমাদের সবকিছুই টেন্ডারের মাধ্যমে হচ্ছে। এখানে কোনো সিন্ডিকেট করে কাউকে কাজ দেওয়ার উপায় নেই। উনি না জেনে কারো শেখানো বুলি আওড়াচ্ছেন।
শীতলক্ষ্যা ব্রিজ প্রসঙ্গে আইভী বলেন, শীতলক্ষ্যা ব্রিজের টেন্ডার প্রায় সম্পন্ন। তবে আমরা কোভিডের জন্য অনেকটা পিছিয়ে আছি। এখন ড্রয়িংয়ের কাজও শেষ হয়ে গেছে। কাজটা প্রায় শেষের দিকেই। আমি জয়ের ব্যাপারে আশাবাদী। আমার মা-বোনেরা আমার ভাইয়েরা আমাকে ভোট দিবেন।
আইভী বলেন, আমি সবসময় দলমত নির্বিশেষে কাজ করছি। কখনো আওয়ামী লীগ বা বিএনপি দেখিনি। সবার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, সবার কাজ করে দেওয়ার চেষ্টা করেছি। তাই আমি মনে করি আপনাদের কাছে আমার দাবি আছে ভোট চাওয়ার, আপনারা যে দলই করেন না কেন- এটা স্থানীয় সরকার নির্বাচন। আপনারা নৌকা মার্কায় ভোট দিলে এমন না যে দেশে পরিবর্তন হয়ে যাবে।
তিনি বলেন, আপনাদের দাবি এই এলাকায় বড় খেলার মাঠ নাই। আপনাদের কাউন্সিলর আমাকে বহুবার বলেছেন এখানে বড় কবরস্থান নাই। আমরা চেষ্টা করব জায়গা অ্যাকোয়ার করে মাঠ, হসপিটাল আর একটা কবরস্থান করার জন্য। আমাদের নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের চারটা হসপিটাল আছে। আমরা ৮নং ওয়ার্ডে জায়গা পেয়েছি। প্রধানমন্ত্রী বলেছেন যেখানে জায়গা নেই সেখানে জায়গা অ্যাকোয়ার করে কাজ করতে হবে। আপনারা চিন্তা করবেন না, আমি সব করে দেব।
আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোট। মেয়র পদে ৭ জনসহ ২৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মোট ১৮৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।