স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের স্কোয়াড নিয়ে সমালোচনা করছেন দেশটির বেশ কজন সাবেক ক্রিকেটার। ব্যাটিং লাইনআপের মিডলঅর্ডারটা দুর্বল মনে করেন শোয়েব আখতার, শোয়েব মালিক ও হাফিজদের মতো তারকারা।
এশিয়া কাপের ফাইনাল কিংবা ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে ৪-৩ ব্যবধানে হেরে যাওয়া সিরিজে প্রকট হয়ে দেখা দিয়েছে পাকিস্তানের মিডলঅর্ডারের সমস্যা। এ বিষয়ে এবার মুখ খুললেন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা।
জিও নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে মালিক-হাফিজদের মতো অভিজ্ঞ দলে না থাকার বিষয়ে পিসিবি চেয়ারম্যান বলেন, ‘আমরা গত বিশ্বকাপে এটি (অভিজ্ঞদের দলে রাখা) করেছিলাম। এতে আমার কোনো সমস্যা নেই। আমার দর্শন হলো দল বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই ধারাবাহিকতা থাকা উচিত এবং অধিনায়কের হাত শক্ত রাখতে হবে। ’
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির উদাহরণ দেন রমিজ। তিনি বলেন, ‘আমাদের বেঞ্চে কোনো লিওনেল মেসি বসে নেই। অথবা আমরা একদম অচল কাউকেও দলে রাখিনি। আমাদের হাতে অপশনই কম। এজন্য অপশন বাড়ানোর জন্য বয়সভিত্তিক ক্রিকেটের ওপর জোর দিচ্ছি। ’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।