আমার মার্কা হবে লিপস্টিক, আর তোর হবে কাউয়া : ভাবনাকে ফারিয়া

আমার মার্কা হবে লিপস্টিক, আর তোর হবে কাউয়া : ভাবনাকে ফারিয়া

বিনোদন ডেস্ক : বাংলা সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়া ও ছোট পর্দার অভিনেত্রী আশনা হাবিব ভাবনা সামাজিক যোগাযোগমাধ্যবে বেশ সরব। সবসময়ই নিজেদের ভালোলাগা, খুনসুটির মুহূর্তগুলো ভক্তদের সাথে ভাগ করে নেন তারা।

আমার মার্কা হবে লিপস্টিক, আর তোর হবে কাউয়া : ভাবনাকে ফারিয়া

সম্প্রতি এমন একটি ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যায় ভাবনা ও নুসরাত ফারিয়া মজা করছেন। আর তাদের সেই আলাপচারিতা মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।

ভিডিওতে নুসরাত ফারিয়া প্রশ্ন করেন ভাবনাকে। বলেন, আমরা দুইজন যদি ইলেকশনে দাঁড়াই তাহলে আমাদের দুজনের মার্কাটা কী হবে বলতো?
এ সময় ভাবনা বলেন, তোর মার্কা হবে… তাকে কথা শেষ করতে না দিয়েই নুসরাত ফারিয়া নিজেই উত্তর দেন। বলেন, আমার মার্কা হবে লিপস্টিক, আর তোর মার্কা হবে কাউয়া।
উত্তর দিয়েই নিজেরা হেসে কুটি কুটি হন। বোঝাই যাচ্ছে এটা ছিল দুজনের মাঝরাতের মজা।
এদিকে সবশেষ নুসরাত ফারিয়াকে দেখা গিয়েছিল ‘বঙ্গবন্ধুর বায়োপিক’-এ। এ সিনেমায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন তিনি।
অন্যদিকে সরকারি অনুদানে নির্মিত হচ্ছে ‘যাপিত জীবন’ নামে একটি সিনেমা। চলচ্চিত্রটি নির্মাণ করছেন হাবিবুল ইসলাম হাবিব। এ সিনেমায় অভিনয় করবেন ভাবনা।