স্পোর্টস ডেস্ক: সৌদি আরব ও মেক্সিকোর বিপক্ষে গোল করেছিলেন লিওনেল মেসি। পোল্যান্ডের বিপক্ষেও স্কোরশিটে তার নাম থাকতে পারতো। কিন্তু পেনাল্টি মিস করেন আর্জেন্টিনা অধিনায়ক।
৩৬ মিনিটে জুলিয়ান আলভারেজের ভাসানো বল ব্যাকপোস্টে লাফিয়ে হেড করতে চেয়েছিলেন মেসি। বল তার মুখে লেগে বেরিয়ে যায়, কিন্তু পোল্যান্ডের গোলকিপার উজচেখ শেসনির হাত লাগলে রেফারি ভিএআর দেখে পেনাল্টি দেন।
৩৮ মিনিটে নেওয়া আর্জেন্টাইন অধিনায়কের পেনাল্টি বাঁ দিকে ঝাঁপিয়ে রুখে দেন পোলিশ গোলকিপার। এনিয়ে বিশ্বকাপে দুটি পেনাল্টি মিস করেছেন মেসি, যাতে একটি অযাচিত রেকর্ডের ভাগীদার হয়েছেন তিনি।
এদিকে পেনাল্টি মিস করলেও মেসির হার না মানা লড়াকু নেতৃত্বে দল জিতেছে ২-০ গোলে। আলেক্সিস ম্যাক অ্যালিস্টার আর হুলিয়ান আলভারেসের গোলে চড়ে জায়গা করে নিয়েছে কাতার বিশ্বকাপের শেষ ষোলোতেও।
তবে ফুটবল জাদুকরের এমন ব্যর্থতায় সমালোচনায় মুখর অনেকে। তেমনই একজন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।
বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি লেখেন, ‘মনে হচ্ছে ওই পেনাল্টি কিকগুলো আমি হলেও মিস করতাম না। কিন্তু মিস করলেন মেসি। পুরোই মেস। কোনও মানে হয়?
বিশ্বকাপে তিনটে পেনাল্টি কিকের মধ্যে দুটোই মিস করলেন মেসি। আর এঁকে নিয়ে লোকের ম্যাডনেসের সীমা নেই। শুনেছি খেলতে গিয়ে এ পর্যন্ত ২৯টা নাকি ৩১টা পেনাল্টি কিকই উনি মিস করেছেন। উফ! ভাবা যায়?’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।