স্পোর্টস ডেস্ক : কয়েকটি ম্যাচের ব্যবধানেই একটি করে অন্তর্জাতিক শতরান করতে অভ্যস্ত ছিলেন বিরাট কোহলি। তবে ৭০ থেকে ৭১ নম্বর আন্তর্জাতিক সেঞ্চুরিতে পৌঁছতে লেগে যায় ১০২০ দিন। এমন দীর্ঘ ব্যবধান নিয়ে বাকিরা বিচলিত হলেও কোহলি নিজে খুব বেশি উদ্বিগ্ন ছিলেন না। তবে বিরাটকে অবাক করেছে অন্য একটি বিষয়।
আসলে কোহলি তিন বছরের কাছাকাছি সেঞ্চুরি করেননি, দেশের হয়ে রান করেননি এমনটা নয়। তা সত্ত্বেও বিরাটকে বিচার করা হতো সেঞ্চুরির খরা দিয়ে। তাঁর বড় রানের ইনিংসগুলিকে তাঁর সাফল্য হিসেবে ধরা হতো না মোটেও।
আফগানিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে অবশেষে শতরানের খরা কাটান তিনি। অপরাজিত ১২২ রানের ঝকঝকে ইনিংস খেলে উঠে বিরাট বলেন, ‘যেটা আমাকে অবাক করত, সেটা হল আমার ৬০ রানের ইনিংসগুলিকেও ব্যর্থ বলে ধরে নেওয়া হতো। আমি বেশ ভালো ব্যাট করতাম এবং দলের পারফর্ম্যান্সে অবদান রাখতাম। তবে সেগুলিকে যথেষ্ট ভালো বলে বিবেচনা করা হতো না।’
যদিও আফগানিস্তানের বিরুদ্ধে এমন চোখ ধাঁধানো ইনিংস খেলে কোহলি নিজেই অবাক। তিনি সেটা স্বীকারও করে নেন। ব্যাট করে ওঠার পরেই স্টার স্পোর্টসের সাক্ষাৎকারে বিরাট দাবি করেন যে, শেষমেশ টি-২০ ফর্ম্যাটে খরা কাটানো সেঞ্চুরি আসবে, তেমনটা কখনই ভাবেননি তিনি। টেস্ট অথবা ওয়ান ডে ক্রিকেটে সেঞ্চুরি আসতে পারে বলে তাঁর মনে হয়েছিল।
পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোহলি স্পষ্ট বলেন, ‘সত্যি বলতে আজ ক্ষমতার বাইরে গিয়ে ব্যাট করেছি বলে নিজেরই মনে হচ্ছে। আমি নিজেই বেশ অবাক।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।