Advertisement
যুক্তরাষ্ট্র থেকে অভিবাসীদের বের করে দিতে নতুন এক আইনের ফাঁদে ফেলার পরিকল্পনা করেছে মার্কিন প্রশাসন। নতুন এই আইনে আদালতকে পাশ কাটিয়ে অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর সুযোগ থাকছে। যারা দুই বছরের বেশি সময় যুক্তরাষ্ট্রে বসবাস করছে এমন প্রমাণের নথি দেখাতে পারবে না তাদেরকে বের করে দেয়া সহজ হবে। মঙ্গলবার বাংলাদেশ সময় রাতে এটি প্রকাশ পাবে এবং দ্রুতই কার্যকর করা হবে। বিবিসি
তবে আমেরিকান সিভিল লিবার্টি ইউনিয়ন (এসিএলইউ) অধিকার সংগঠনটি আদালতের করা ওই নীতিকে চ্যালেঞ্জ করার পরিকল্পনা করেছে। যুক্তরাষ্ট্রের অভিবাসনের চাপ কমাতে এ আইন বলবৎ করা হচ্ছে।
বিশেষজ্ঞরা জানান, ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পুনঃনির্বাচনের আগে কঠোরভাবে অভিবাসন নিয়ন্ত্রণের পরিকল্পনা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।