স্পোর্টস ডেস্ক : আগামীকাল ১৪ জুলাই রোববার লন্ডনের লর্ডসের ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকাল ৩:৩০ মিনিটে।
এই ম্যাচে চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন পাকিস্তানি আম্পায়ার আলিম দার। আলোচিত-সমালোচিত এই আম্পায়ার ফাইনাল ম্যাচ দিয়ে ক্রিকেটকে বিদায় জানাতে যাচ্ছেন! আলিম দার ফাইনাল ম্যাচের পর আম্পায়ারিংকে বিদায় জানাবেন বলেই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ছড়িয়ে পড়েছে।
বাংলাদেশের দর্শকদের মাঝে বিতর্কিত আলিম দার। বাংলাদেশের বিপক্ষে ব্যাপক বিতর্কিত সিদ্ধান্তের কারণেই বাংলাদেশি দর্শকদের মাঝে তার পরিচিতিটা একটু ভিন্ন রূপে। এদিকে আগামীকালের ফাইনাল ম্যাচের আগে টুইটারে বেশ কয়েকটি অ্যাকাউন্ট থেকে জানানো হচ্ছে, ফাইনাল ম্যাচের পরই ক্রিকেটকে বিদায় জানাবেন আলিম দার।
জি.পাকিস্তান নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে এ প্রসঙ্গে লেখা হয়েছে, ‘বিশ্বকাপ ফাইনালের পরই আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ারিং থেকে অবসর নিচ্ছেন আলিম দার। অন দ্য ফিল্ডে সব সময়ই সেরা সিদ্ধান্ত দিয়েছেন তিনি। হ্যাটস অব ইউ।’
অন্যদিকে আবরার মাজহার নামে একজন লিখেন, ‘বিশ্বকাপ ফাইনালের পরই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানাচ্ছেন আলিম দার। থ্যাংক ইউ দার সাব, ফর ইউর সার্ভিস।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।